নিজস্ব সংবাদঃ বিগত ১৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দুপুর ১২ টায় কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজের এডহক কমিটির সভা ও শিক্ষক কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কলেজের এডহক কমিটির সভাপতি লুৎফর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আজিজ।
কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজের এডহক কমিটির সংগে শিক্ষক কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কলেজের কনফারেন্স রুমে। অনুষ্ঠানে এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য আরিফুর রহমান সকলের প্রতি অত্র কলেজের শিক্ষারমান ও সার্বিক পরিস্থিতি উন্নয়নে উদাত্ত আহ্বান জানান। শিক্ষক প্রতিনিধি তারিক তুহিন শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।
কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি লুৎফর রহমান বলেন, কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজকে ঢেলে সাজানো হবে। আধুনিক শিক্ষার সকল ব্যবস্থা নিশ্চিত করা হবে। কলেজের শিক্ষা উপকরণ গুলোকে ব্যবহার উপযোগী করে তোলা হবে। ইতোমধ্যে অনেক সমস্যা দূর করা হবে। কলেজ কম্পাউন্ডের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বখাটেদের উপদ্রপও বন্ধ করা হয়েছে। কলেজের সার্বিক কল্যানে যাবতীয় উন্নয়নমূলক ভূমিকায় তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।
এডহক কমিটির সভা ও শিক্ষক কর্মচারীদের মতবিনিময় সভা শেষে বৃক্ষরোপন কর্মসূচি উদ্ভোধন করা হয়। প্রথম পর্যায়ে এডহক কমিটির সকল সদস্য ও শিক্ষক কর্মচারীগণের সকলের নামে নামে একটি করে বনজ বৃক্ষ রোপন করা হয়। প্রতিটি চারার গায়ে স্ব স্ব বৃক্ষ রোপন কারীগণের লেমিনেটেড নাম যুক্ত করা হয়েছে। যাতে যার যার নামে গাছ রোপন করা হয়েছে তারা যেন এই চারা বৃক্ষের পরিচর্যা করতে পারেন। দ্বিতীয় পর্যায়ে সকল ছাত্র-ছাত্রীদের নাম সম্বলিত বৃক্ষরোপন করা হবে বলে সকলেই জানান।
এখন থেকে কলেজ ক্যাম্পাসে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কেবিডিসি/বাবু/২০.০৫.২০২৫/দুপুর ১২.৩০