কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজের সম্মানিত অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ। আসসালামু আলাইকুম।
কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজের আমূল পরিবর্তন ঘটানো হয়েছে। আধুনিক শিক্ষা গ্রহণের সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। কম্পিউটার ল্যাবরেটরিতে প্রায় ৪০টি পিসি এখন রেডি। ওয়াইফাই কানেকশনও দেয়া আছে। বিজ্ঞান ল্যাবরেটরির আধুনিকরণের কাজ চলছে।
www.kbdckrm.com নামে কাঁঠালবাড়ি ডিগ্রি কলেজের ওয়েবসাইট চালু করা হয়েছে।
ছাত্রীদের কমনরুম নান্দনিক ও স্বাস্থ্য সম্পন্ন করা হয়েছে। ইনডোর খেলাধুলার সামগ্রীও দেয়া হয়েছে।
খুব সহসাই ছাত্রদের কমনরুম ঠিক করে দেয়া হবে। ছাত্রদের খেলাধুলার সকল ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। ফুটবল, ক্রিকেট,ভলিবল, ব্যাডমিন্টন সব খেলাধুলার ব্যবস্থা থাকবে।
কলেজ ক্যাম্পাসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বহিরাগতদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাউন্ডারি ওয়ালের নিচের গর্ত ভরাট করে দেয়া হয়েছে।
মূল গেটের রাস্তা পাকাকরণ করা হয়েছে। বাউন্ডারি ওয়ালের চারিদিকে বৃক্ষরোপন করা হয়েছে। শ্রেণী কক্ষে পাঠদানের ক্ষেত্রে সর্বোচ্চ নজর দেয়া হচ্ছে। এখন থেকে ছাত্র-ছাত্রীদের সুবিধা অসুবিধা সরাসরি অবহিত করা যাবে নীচের মোবাইল নাম্বারে এবং আমরা তাৎক্ষণিক ভাবে পদক্ষেপ গ্রহণ করে তা সমাধানের চেষ্টা করা হবে। কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা ও মতামত প্রত্যাশা করছি। ধন্যবাদ।
-লুৎফর রহমান
সভাপতি
কাঁঠালবাড়ি ডিগ্রি কলেজ।
পূনশ্চঃ ০১৩৪৬৩৬৭৭২২ নাম্বারটি কলেজের অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে যেকোন প্রয়োজনে কল দেয়া যাবে।
13.09.2025