আসসালামু আলাইকুম। কুড়িগ্রাম জেলা শহরের প্রবেশ মুখেই কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নে আর.কে রোড সংলগ্ন ”কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজ” কুড়িগ্রাম জেলার মধ্যে অনিন্দ্য সুন্দর এক শিক্ষা প্রতিষ্ঠান। অত্র এলাকার প্রাণের দাবি নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে। অত্র এলাকার শিক্ষানুরাগী, সমাজসেবক, রাজনীতিবিদ সহ সকল পেশার মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় এই কলেজটি আজ বর্তমানের এই অবয়বে উপনীত হয়েছে।বিভিন্ন দল,গোষ্ঠী ও রাজনৈতিক মত পার্থক্যেকে উপেক্ষা করে পরস্পরের ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার উদাহরণ এই কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজ। ১৯৯৭-১৯৯৮ শিক্ষাবর্ষে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক পর্যায়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ২০০১ সালে আমি এই কলেজটির সভাপতির দায়িত্ব পালন করি একটানা প্রায় ৬ বছর।

কাঁঠালবাড়ি কলেজটি ছিল ইন্টারমেডিয়েট পর্যন্ত। প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম বৃদ্ধির লক্ষে, অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদেরকে দূরবর্তী কলেজে না যেয়ে স্নাতক কোর্স সম্পন্নের সুবিধার্থে ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) বি.এস.এস কোর্স চালু করা হয়।

ফলতঃ কাঁঠালবাড়ি কলেজের অপার সম্ভাবনা সৃষ্টি হয়। উল্লেখ্য সে মুহূর্তে উপজেলা শহর ব্যাতিত ইউনিয়ন স্তরে ডিগ্রী কলেজের অনুমতি লাভের কোন সুযোগ ছিলোনা। তৎকালীন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় প্রয়াত ড.আফতাব আহমেদ আমার সরাসরি শিক্ষক ছিলেন এবং তৎকালীন শিক্ষামন্ত্রী ড.ওসমান ফারুক মহোদয়ের বিশেষ সানুগ্রহে শর্ত শিথীল পূর্বক কাঁঠালবাড়ি কলেজকে কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজে উন্নীত করা সম্ভব হয়।

কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজে এখন সুশৃঙ্খল ও সন্ত্রাসমুক্ত,শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে এডহক কমিটি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক/শিক্ষিকা, কর্মচারীবৃন্দ বদ্ধপরিকর। আমাদের মধ্যে চমৎকার টিমওয়ার্কের কারণে আমি আশাবাদী খুব সহসাই কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজের গুনগত মান ও অবস্থান আরো বৃদ্ধি পাবে।

প্রত্যেক শিক্ষার্থীগণকে সন্তানতুল্য বিবেচনা করে তাদের শিক্ষার মানবৃদ্ধি ও ক্যারিয়ার গঠনে আমরা নিরলসভাবে কাজ করে যেতে চাই। এর জন্যে সার্বিক সহযোগিতা চাই স্থানীয় সকলের কাছ থেকে। ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় আমি বিশ্বাস করি—ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি নৈতিক, শারীরিক ও মানসিক বিকাশেও কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজ অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ । আল্লাহ হাফেজ।

শুভেচ্ছান্তে –

লুৎফর রহমান
সভাপতি, এডহক কমিটি
কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজ,কুড়িগ্রাম।
মোবাইল : ০১৭১২১৮৭৭৭৫
ই-মেইলঃ lrkrmdu@gmail.com